মো; জাকারিয়া/ মোস্তফা কামাল, গাজীপুর অফিস; আওয়ামীলীগ অধ্যুষিত গাজীপুর জেলার ৫টি আসনে ক্ষমতাসীন আওয়ামীলীগের অসংখ্য নেতা মনোনয়ন দৌঁড়ে আছেন। দল ক্ষমতায় আছে সামনেও আসছে মনে করে এমপি হওয়ার ইচ্ছে অনেকের থাকলেও কেউ প্রকাশ করতে চায় কেউ বা না। গ্রামবাংলানিউজের অনুসন্ধানে ৫টি আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রার্থীদের তালিকা দেওয়া হল।
গাজীপুর-১(কালিয়াকৈর) মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কামাল উদ্দিন শিকদার, রেজাউল করিম রাসেল সহ অনেকে।
গাজীপুর-২(সদর-টঙ্গী) জাহিদ আহসান রাসেল, আজমত উল্লাহ খান, জাহাঙ্গীর আলম, এড. ওয়াজউদ্দিন মিয়া সহ ৩/৪ জন।
গাজীপুর-৩(শ্রীপুর) এডভোকেট রহমত আলী, তার ছেলে জামিল হাসান দূর্জয়, ইকবাল হোসেন সবুজ সহ কয়েকজন।
গাজীপুর-৪(কাপাসিয়া) সিমিন হোসেন রিমি, এড. আফছার উদ্দিন, মোতাহার হোসেন মোল্লা, এড.আমানত হোসেন খান সহ কয়েকজন।
গাজীপুর-৫(কালিগঞ্জ), মেহের আফরোজ চুমকি, আক্তারুজ্জামান ও নতুন কয়েকজন।
এ ছাড়াও দিন যত যাচ্ছে নতুন নতুন প্রার্থী বাড়ছে। রাজনীতিতে শেষ কথা নেই তাই এখনই নিশ্চিত করে বলা যাবে না কে দলীয় মনোনয়ন পাবেন। কারণ মনোনয়নের টাকা দাখিল দেয়ার পরও দলীয় মনোনয়ন পাল্টে যায় ও আকস্মিকভাবেও অনেকে মনোনয়ন পায় এমন নজীর থাকায় নিশ্চিত করে কাউকে দলীয় প্রার্থী বলা যাবে না। শুধু মাত্র এই পর্যন্ত রাজনীতির মাঠে যাদের নাম শুনা যায় তাদের নামই উল্লেখ করা হল।