বাড়িতে গাছ লাগালে ১০% ট্যাক্স মওকুফ: সাঈদ খোকন

Slider জাতীয়
tsc-syed-khokan_samakal_focus-bangla_216706
বাড়িতে গাছ লাগিয়ে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফের সুযোগ নেয়ার জন্য বাড়িরমালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র সাঈদ খোকন।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রলীগ ঢাবি শাখার উদ্যোগে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে মেয়র একথা বলেন।

তিনি বলেন, ‘নিজ নিজ বাড়ি-ফ্লাট-স্থাপনার আঙিনায়, ছাদে, বারান্দায়, ব্যালকনিতে ফুল, ফল ও বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করে সবুজ ঢাকা গড়ার কাজে যারা অংশগ্রহণ করবেন, তাদের ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফের সুযোগ দেয়া হয়েছে। বাড়িরমালিকরা এই সুযোগ গ্রহণ করবেন ও ঢাকা মহানগরীর সৌন্দর্যবর্ধনে সহযোগিতা করবেন।’

এ সময় ঢাবি উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মেয়র সাঈদ খোকন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত ওয়েস্ট বিনের উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *