জাহিদ বকুল/ ফাহিমা নূর, গাজীপুর অফিস; মাঠে থাকা না থাকার উপর মনোনয়ন চাওয়া বা পাওয়া নির্ভর রাজনীতি এখন বিলুপ্তির পথে। যার টাকা আছে বা যার নামে বেশী মামলা আছে তিনিই মনোনয়ন পাওয়ার যোগ্য বলে ধরে নিচ্ছেন রাজনীতিবিদেরা। সেই যোগ্যতা ও অভিজ্ঞতাই এখন সংসদ সদস্য বা যে কোন জনপ্রতিনিধির প্রাথমিক যোগ্যতা। গাজীপুর জেলায় কোনঠাসা বিএনপির মাঠে থাকা নেতারা হয়ত মনোনয়ন না পেতে পারেন তবুও তারা মনোনয়ন চাইবেন। আর যারা পাবেন তারা হয়তবা ঢাকায় থেকেই ধানের শীষ পেয়ে যেতে পারেন।
রাজনীতির মাঠে আভ্যন্তরীন কোন্দলে কোনঠাসা গাজীপুর জেলা বিএনপির জেলার ৫টি আসনেই রয়েছে একাধিক প্রার্থীযারা ধানের শীষের মনোনয়ন চাইতে পারেন।
প্রাথমিক খোঁজ খবরে জানা যায়, গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে রয়েছে, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ, বিএনপির কেন্দ্রিয় নেতা হুমায়ূন কবির খান সহ আরো কয়েকজন।
গাজীপুর-২(সদর-টঙ্গী) আসনে যারা প্রার্থী হতে পারেন তাদের মধ্যে সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কেন্দ্রিয় নেতা সালাউদ্দিন সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহান শাহ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার, যুব দলের কেন্দ্রিয় নেতা এড. এমদাদ খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্মসম্পাদক আলহাজ্ব সোহরাব উদ্দিন ও নাজিম উদ্দিন চেয়ারম্যান সহ অনেকে।
গাজীপুর-৩(শ্রীপুর) আসনে মাওলানা রুহুল আমীন, শাহজাহান ফকির, সাখাওয়াত হোসেন সবুজ, ডা; সফিকুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক, কুতুব উদ্দিন আহমেদ, শেখ ফরিদা জাহান স্বপ্না, শহিদুল্লাহ শহিদ সহ অনেকে।
গাজীপুর-৪(কাপাসিয়া) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি; জে: (অব;) আ স ম হান্নান শাহ, তার ছেলে শাহ রিয়াজুল হান্নান, মোঃ জামাল উদ্দিন, সহ আরো অনেকে।
গাজীপুর-৫(কালিগঞ্জ) আসনে গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন ও মনির হোসেন সহ অনেকে।