বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার মুরাদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৩জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২জন।
শনিবার (০৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শিবগঞ্জের মোকামতলার মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বাদিয়াচড়া গ্রামের নইমুদ্দিনের ছেলে লিলু মিয়া (২৫), চাঁনমিয়ার ছেলে আইয়ুব আলী (২৪) ও আব্দুর রহিম (২৫)। তবে আব্দুর রহিমের বাবার নাম জানা যায়নি।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শামীম আকতার জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা দিথী পরিবহনের একটি মিনিবাস বগুড়া যাচ্ছিলো। অপরদিকে মুরাদপুর থেকে ৪জন যাত্রী নিয়ে ব্যাটারি চালিত একটি অটোরিকশা চণ্ডিহারার দিকে যাওয়ার পথে ওই স্থানে পৌঁছালে দ্রুতগামী যাত্রীবাহী বাসটি পেছন থেকে রিকশাকে সজোরো ধাক্কা দেয়।
এতে চালকসহ অটোরিকশার ৫জন যাত্রী মহাসড়কের ওপর ছিটকে পড়ে। পরে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নিহত ৩জনকে হাইওয়য়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।