২০১৬-১৭ অর্থ বছরের ঘোষিত বাজেট দিয়ে লক্ষ্যে পৌঁছানো যাবে না বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর ফেলো ড. দেবোপ্রিয় ভট্টাচার্য।
আজ রাজধানীর হোটেল লেকশোরে বাজেট পরবর্তী এক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, জিডিপি ৭.২ শতাংশ অজর্ন করা অসম্ভব নয়। তবে এ জন্য বাড়তি আশি হাজার কোটি টাকা বিনোয়োগ আনতে হবে। দেশে বিনোয়োগ বাড়াতে হবে। এটা হতে হবে শিল্প ও সেবা খাতে। গতবারের তুলনায় এবার জিডিপি ৭.২ অর্জন করতে চ্যালেঞ্জ বেশি হবে বলে জানান তিনি।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজেটের লক্ষ উদ্দেশ্য ঠিক আছে। তবে আয় ব্যায় কাঠামোতে স্বচ্ছতার ঘাটতি আছে। এসময় তিনি বলেন, অস্বস্থিমূলক স্বস্থির মধ্যে এবারের বাজেট ঘোষণা হয়েছে। এ বাজেট নিয়ে লক্ষ্যে পৌঁছানো যাবে না।