টি২০ বিশ্বকাপ ক্রিকেটের পরই রবি শাস্ত্রীর সাথে চুক্তি শেষ হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। তার সাথে চুক্তি নবায়নে ইচ্ছুক নয় দলটি। জিম্বাবুয়ে সিরিজের জন্য সঞ্জয় বাঙ্গারকে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে স্থায়ীভাবে কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে বিসিসিআই। আর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দলটির কোচ হতে হলে আগামী ১০ জুনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
বুধবার বিসিসিআইয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞাপন দেওয়া হয়। কোচ হবার জন্য বেশকিছু শর্ত দিয়ে রেখেছে বোর্ড।
শর্তসমূহের মধ্যে রয়েছে-আইসিসি অনুমোদিত দেশে সাফল্যের সঙ্গে কোচিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে, ভারতীয় দলের কোচিংয়ের জন্য পুরো পরিকল্পনা তৈরি করার ক্ষমতা।, স্পোর্টস সাইকোলজি ও স্পোর্টস মেডিসিনেও জ্ঞান থাকাই কোচের।
এছাড়া কোচকে ইংরেজিতে দক্ষ হতে হবে, নতুন স্পোর্টস টেকনোলজি ও সফটওয়্যারের ব্যাপারে জ্ঞান থাকতে হবে কোচের।