২০১৬-২০১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে ১০০ কোটি বরাদ্দ রাখা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপনকালে এ কথা জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে উল্লেখ করেন, পরিবেশ নীতি ২০১৬ এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। ৪ হাজার ইট ভাটাকে আধুনিক করা হয়েছে। সব শিল্প কারখানায় ইটিপি স্থাপন বাধ্যতামূলক করার কাজ চলছে।
প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ও অউন্নয়ন খাতে পরিবেশ ও বন মন্ত্রলালয়ের জন্য ১ হাজার ৩৩ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে ৯৮২ কোটি টাকা।
বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রথমবারে মতো এ ফান্ড গঠন করে। পরপর তিন বছর এ ফান্ডে ৭০০ কোটি টাকা করে মোট দুই হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ করলেও এবার খাতে বরাদ্দ রাখা হয়েছে ১০০ কোটি টাকা।