চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলার নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেনকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে সরকারদলীয় এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর (এমপি) পছন্দ অনুযায়ী ভোটগ্রহণ কর্মকর্তা ‘নিয়োগ না দেয়ায়’ তাকে মারধর করা হয়েছে বলে জানান জাহিদ হোসেন। তিনি বলেন, বুধবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে সাংসদ ও আওয়ামী লীগের কয়েকজন নেতা তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে নিয়ে মারধর করেন। জাহিদ হোসেন অভিযোগ করেন, ৪ নম্বর বাহারছড়া ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী তাজুল ইসলাম ভোটগ্রহণ কর্মকর্তা (প্রিজাইডিং অফিসার) নিয়োগের জন্য তাকে ‘একটি তালিকা’ দিয়েছিলেন। আমি ওই তালিকা পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। সকালে এমপি আমাকে ইউএনও কার্যালয়ে ডেকে নিয়ে তালিকা অনুযায়ী নিয়োগ না দেওয়ার কারণ জানতে চান। এক পর্যায়ে কিল-ঘুষি মারতে শুরু করেন। সাংসদের সঙ্গে থাকা আরও কয়েকজন তখন তাকে মারধর করেন। তাদের মধ্যে ওলামা লীগ নেতা মাওলানা আক্তারকে আমি চিনতে পেরেছি। তবে নির্বাচন কর্মকর্তাকে মারধরের অভিযোগ অস্বীকার করে সাংসদ মোস্তাফিজুর রহমান বলেন, সেখানে মারধরের কোনো ঘটনা ঘটেনি। যা বলা হচ্ছে ওসব মিথ্যা কথা।