চট্টগ্রামের বাঁশখালীর নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান পেটানোয় উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে উপজেলার নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেনকে মারধরের অভিযোগে বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বুধবার বিকেলে গণমাধ্যমকর্মীদের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচন কর্মকর্তাকে মারধরের কারণে বাঁশখালী উপজেলার সব নির্বাচন বন্ধ করা হয়েছে। স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা সিদ্ধান্ত নিয়েছে কমিশন। জেলা নির্বাচন কর্মকর্তা এই মামলা করবেন। এর আগে ৪ই জুন অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য পছন্দমত ভোটগ্রহণ কর্মকর্তা ‘নিয়োগ না দেয়ায়’ দুপুরে এমপি মোস্তাফিজুর রহমান ও আওয়ামী লীগের কয়েকজন নেতা তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে নিয়ে মারধর করেন।