ইতিবাচক মনোভাব নিয়েই মাঠে নামবে মামুনুলরা

Slider খেলা

 

bd-football-bg20160601162818

 

 

 

 

ঢাকা: এএফসি এশিয়ান কাপ ২০১৯ বাছাইপর্বের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে অ্যাওয়ে ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তাজিকিস্তানের দুশানবে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯’টায়।

তাজিকিস্তানের সঙ্গে বাংলাদেশের রেকর্ড মোটেও সন্তোষজনক নয়। বিশ্বকাপ বাছাইপর্বে গেল জুনে হোম ম্যাচে ঢাকায় দলটির সঙ্গে ১-১ গোলে ড্র করলেও ফিরতি লেগের খেলায় তাজিকস্তানে গিয়ে ৫-০ গোলে উড়ে গেছে।

তবে দলের এমন দুরাবস্থা কাটিয়ে উঠে এই ম্যাচ দিয়েই কিছুটা হলেও ছন্দে ফিরতে চাইছেন বাংলাদেশের কোচ লোডভিক ডি ক্রুইফ।

বুধবার (১ জুন) দুশানবেতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লোডভিক ডি ক্রুইফ জানান, ‘এই ম্যাচটি থেকে আমি এবং আমার শিষ্যরা ভালো কিছু আশা করতেই পারি। কেননা দলের সবাই ভীষণভাবে উজ্জীবিত। তাছাড়া এই ম্যাচটিকে সামনে রেখে তারা কঠোর পরিশ্রম করেছে । বাংলাদেশ ফুটবলের গতানুগতিক ধারাকে পাল্টে এই ম্যাচটি আমরা নতুন আঙ্গিকে খেলতে চাইছি। আর সেই লক্ষ্যেই আমি আমার দলটিকে নিয়েই এখানে এসেছি। ফলাফল যাই হোক আমরা ইতিবাচক খেলাটিই খেলবো।

এসময় গেল বছর জুনে ঢাকায় অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের স্মৃতি রোমন্থন করে ক্রুইফ আরও বলেন, ‘বিশ্বকাপ বাছাইপর্বের ওই ম্যাচটিতে আমরাই এগিয়ে ছিলাম কিন্তু অতিরিক্ত সময়ের গোলে ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ এ ড্র হয়েছে।’

এদিকে তাজিকিস্তানের বিপক্ষে এই ম্যাচেও স্বাগতিক তাজিকদেরই এগিয়ে রাখছেন লাল-সবুজের কোচ।‘আমি জানি তাজিকিস্তান খুবই শক্তিশালী একটি দল। তাদের খেলার মানও বেশ উন্নত। দলটির বেশ কয়েকজন প্লেয়ার রাশিয়ান লিগে খেলছে। জয় খুব সহজ হবে না। তবে আমরা জানি যে এই ম্যাচে আমোদের করণীয় কী।’

শুধু কোচই নয় প্রতিপক্ষ তাজিকদের সমীহ করছেন বাংলাদেশের অধিনায়ক মামুনুল ইসলামও। শক্তিমত্তায় বাংলাদেশের চাইতে তাজিকরা অনেক এগিয়ে উল্লেখ করে মামুনুল বললেন, ‘দল হিসেবে তাজিকিস্তান খুবই ভাল কারণ ওদের কিছু কোয়ালিটি প্লেয়ার আছে।’

তবে, ভয় পাচ্ছেন না এই সফরকারী অধিনায়ক। চাইছেন নিজেদের সেরা খেলাটি খেলেই কাঙ্খিত জয় ছিনিয়ে আনতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *