হিলারিই হবেন প্রেসিডেন্ট’

Slider বাংলার মুখোমুখি রাজনীতি সারাবিশ্ব

file

 

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট হবেন ডেমোক্রেট হিলারি ক্লিনটন। তিনিই জানুয়ারিতে শপথ নিয়ে প্রবেশ করবেন হোয়াইট হাউজে। বার্নি স্যান্ডার্স নন, হিলারিই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারবেন। ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন দিয়ে এ কথা বলেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন। আগামী ৭ই জুন এ রাজ্যে ডেমোক্রেট দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাইমারি নির্বাচন। এখানে রয়েছে মোট ৫৪৬টি ডেলিগেট। ফলে একটি রাজ্যেই হিলারি যদি বিজয়ী হতে পারেন তাহলে তার মনোনয়ন শতভাগ নিশ্চিত। এ ছাড়া ওইদিন আরও তিনটি রাজ্যে প্রাইমারি নির্বাচন। এগুলো হলো নিউ জার্সি, মন্টানা, নিউ মেক্সিকো। হিলারির সংগ্রহে এখন ২৩১২টি ডেলিগেট। দলীয় মনোনয়নের জন্য তার আর প্রয়োজন মাত্র ৭১টি ডেলিগেট। এ অবস্থায় তাকে সমর্থন দিলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের ভয়াবহ প্রার্থিতা থামাতে একমাত্র পথ হলো ক্লিনটনকে ভোট দেয়া। তিনি বলেছেন, ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স যদি কোন দুর্বিপাকে মনোনয়ন পেয়ে যান তাহলে তার চূড়ান্ত নির্বাচনে বিজয়ী হওয়ার সুযোগ নেই। তাই ক্যালিফোর্নিয়ার নির্বাচনকে সামনে রেখে তিনি হিলারিকে সমর্থন দিলেন। এতে স্পষ্টতই বার্নি স্যান্ডার্সের লাগামে টান পড়বে। জেরি ব্রাউন তার ওয়েবসাইটে লিখেছেন, হিলারি ক্লিনটনের দীর্ঘ অভিজ্ঞতা আছে। বিশেষ করে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তাই তিনি নির্বাচনী ইস্যুতে ভাল করবেন এবং দিনের পর দিন তিনি আমাদের দেশের নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুতি নেবেন। আগামী জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প নন, হিলারি ক্লিনটনকে আমি নিশ্চিতভাবে শপথ নিতে দেখতে চাই। এখনও বার্নি স্যান্ডার্স প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এতে আমি গভীরভাবে অভিভূত। তবে হিলারি জানেন কিভাবে ডেমোক্রেটিক এজেন্ডাকে সামনে এগিয়ে নিতে হবে। উল্লেখ্য, ১৯৯২ সালে ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাইয়ে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরোধিতা করেছিলেন জেরি ব্রাউন। তিনি এ অবস্থানে ছিলেন দলের কনভেনশন অবধি। আনুষ্ঠানিকভাবে তিনি কখনোই বিল ক্লিনটনকে অনুমোদন দেননি। ওদিকে বিলিয়নিয়ার ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প এখন রিপাবলিকান দলের গৃহীত মনোনীত প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *