ঢাকা : রাজধানীর মিরপুর ও উত্তরা এলাকার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত দুই শিবির নেতাকে আটক করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে নয়টি পেট্রোল বোমা ও ৫৫টি ককটেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতে তথ্যটি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ভূইয়া মাহবুব।
তিনি জানান, বিকেলের দিকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের পাশের পল্লী বুটিকস নামের একটি দোকান থেকে রবিন (২৯) ও এমদাদ (৩২) নামের শিবিরের দুই নেতাকে আটক করা হয়। এদের মধ্যে রবিন মিরপুরের দায়িত্বপ্রাপ্ত আর এমদাদ উত্তরার।
তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, মিরপুর কাজীপাড়া এলাকা থেকে অজ্ঞান পার্টির দলনেতাসহ ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। আটকরা হলো- আমির হোসেন (৪৫), কমলা (৩০), শামীম (২৮), জাহাঙ্গীর হোসেন (৪০), সুমন (২৮), জসিম (৩০), নূরুল ইসলাম (২১) ও রবিন (২১)।
এ সময় তাদের হেফাজত থেকে একশটি চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়।