গাইবান্ধায় রাস্তায় ধান ফেলে কৃষকদের প্রতিবাদ

Slider গ্রাম বাংলা জাতীয়

16337_GAIBANDHA-PIC=01

 

হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয়ের দাবিতে গাইবান্ধায় রাস্তায় ধান ফেলে প্রতিবাদ জানিয়েছে কৃষকরা। আজ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের দাড়িয়াপুরে ওই কর্মসূচি পালিত হয়। সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট ওই কর্মসূচির আয়োজন করে। কৃষকদের দাবি বরাবরের মতো এবারো তাদের লোকসানের মুখে পড়তে হয়েছে। তারা বলেন, হাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হলে কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাবে।  এদিকে সড়ক অবরোধ চলাকালে রাস্তার উভয়পারে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও চালকরা চরম দূর্ভোগে শিকার হন।  কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, কৃষক নেতা আহসানুল হাবীব সাঈদ, গোলাম সাদেক লেবু, নিলুফার ইয়াসমীন শিল্পী, মিলন মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *