আশুলিয়ায় ব্যাংক ডাকাতি: ৬ আসামির মৃত্যুদণ্ড

Slider বাংলার আদালত
2016_01_31_22_59_24_R3jUznfTDXBGaHTkCDlGt6wkHuotjw_original
সাভারের আশুলিয়ায় ব্যাংক ডাকাতির মামলার রায়ে ছয় আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার এ রায় দেন ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান।

এর আগে ২৫ মে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক শুনে বিচারক মঙ্গলবার রায়ের দিন ধার্য করেন।

গত বছর ২১ এপ্রিল সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে কমার্স ব্যাংকের একটি শাখা কার্যালয়ে হানা দেয় ডাকাতদল। এ সময় তাদের ছোড়া গুলিতে ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপকসহ আটজন নিহত হন। জঙ্গি অর্থায়নে তহবিল গঠনের জন্য এ ডাকাতি বলে গ্রেপ্তারদের বরাত দিয়ে জানায় পুলিশ।

মামলার ১১ আসামির মধ্যে ১০ জন গ্রেফতার রয়েছেন, তাদের সাতজনই নিষিদ্ধ সংগঠন জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। ওই সাতজন ডাকাতির ঘটনায় সংশ্লিষ্টতার কথা স্বীকার করে আগেই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তবে আত্মপক্ষ সমর্থনে তারা বলেছেন, নির্যাতন চালিয়ে ওই জবানবন্দি নেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *