স্টাফ করেসপন্ডেন্ট
শ্রীপুর অফিস: শ্রীপুরে পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে ১নং খাস খতিয়ান ও বন বিভাগের জমি জবর দখল করে খাস পুকুর ভরাট করে বিনোদন কেন্দ্র নির্মাণের অভিযোগ পাওয়া গেছে একটি প্রভাবশালী গ্র“পের বিরুদ্ধে। এলাকাবাসী ও ভূমি অফিস সূত্রে জানা যায়, শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকার ভাংনাহাটি গ্রামস্থ এস এ ১৭৫৩/২২০৫ এবং ১৮৭১ দাগের ভূমিতে অবস্থিত সরকারী খাস পুকুরটি দীর্ঘ দিন যাবৎ ১নং খাস খতিয়ান ভূক্ত জমি হিসাবে বাৎসরিক ভিত্তিতে ইজারা দিয়ে আসছে। বিভিন্ন সংগঠন ওই পুকুর লীজ নিয়ে মাছ চাষের মাধ্যমে সৃষ্টি করছে আতœকর্মসংস্থান।
সম্প্রতি জনৈক শিল্পপতি ফকির মনিরুজ্জামান তার মালিকানাধীন গ্রীনভিউ রিসোর্ট নামের বিনোদন পার্কের নামে এক বছরের জন্য ওই পুকুরের জমি লীজ গ্রহন করে। লীজ গ্রহণের পর থেকে ওই পুকুর পাড়ের চারপাশে বসবাসকারী ১২টি ভূমিহীন পরিবারকে মামলা হামলা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে উচ্ছেদ কারে দেয়। পরে ওই শিল্প মালিক পুকুরের চারপাশের জমিসহ প্রায় ৭ একর ৪৫ শতাংশ জমি পাকা পিলার, লোহার পাইপ ও তার দিয়ে নিরাপদ বেষ্টনী নির্মাণ করে জবর দখল করে নেয়।
এতে সরকারের প্রায় ২০ কোটি টাকা মূল্যের সরকারী সম্পত্তি বেহাত হওয়ার পথে। এলাকাবাসীর অভিযোগ, ফকির মনিরুজ্জামান স্থানীয় প্রভাবশালীদের ছত্র ছায়ায় স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে লীজের শর্ত পরিপন্থী এবং লীজের শর্ত ভঙ্গ করে ওই পুকুরের চারপাশে মাটিকাটাসহ সীমানা বেড়া নির্মানের কাজ করছে। এ ব্যাপারে পৌর ভূমি কর্মকর্তা আ: হামিদ জানায় ৯৯ বছরের লীজ প্রাপ্ত হলেই পুকুরের কোন পরিবর্তনের কোন কাজ করতে পারবেনা লীজ গ্রহিতা কর্তৃপক্ষ কাজ বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।