গাজীপুর অফিস; নির্বাচন কমিশন কর্তৃক প্রত্যাহারের ৩৮ দিন পর পুনরায় যোগদান করেছেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ হারুনর রশীদ।
রোববার বিকেল সাড়ে ৩টায় তিনি অফিসিয়াল ভাবে গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। গাজীপুর জেলা পুলিশের মুখপাত্র ইন্সপেক্টর মোঃ মমিন সংবাদের সত্যতা নিশ্চিত করেন।
চলতি বছরের ২১ এপ্রিল চলমান স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে বাংলাদেশ নির্বাচন কমিশন পুলিশ সুপার ও দুই জন ওসিকে প্রত্যাহার করেন। ৩ মে কমিশনের আদেশ প্রত্যাহার করে গাজীপুরেই এসপি হিসেবে পুনর্বহালে আদেশ জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই আদেশে বলা হয় ইউপি নির্বাচন বিধিমালা ২০১০ অনুযায়ী ২০১৬ সালের গাজীপুরের ইউপি নির্বাচন সম্পন্ন হওয়ার পর এ আদেশ কার্যকর হবে। ফলে ৪ জুন নির্বাচন শেষ হয়ে ১৫ দিন পার হওয়ার পর গাজীপুরে তার যোগদানের কথা ছিল।
কিন্তু গতকাল নির্বাচন কমিশনের অনাপত্তিপত্র প্রাপ্তী সাপেক্ষে তিনি গাজীপুরে পুনরায় যোগদান করলেন। ফলে ৩৮ দিন পুলিশ সুপার পদটি শুন্য থাকার পর এখন পূরণ হল।