জাহাজডুবিতে ৭ শতাধিক অভিবাসীর প্রাণহানির আশঙ্কা

Slider সারাবিশ্ব

16040_Naz-2

 

ইতালির দক্ষিণে ভূমধ্যসাগরে তিনটি জাহাজডুবিতে গত কয়েকদিনে ৭ শতাধিক অভিবাসন-প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করছে জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচআর)।
এ খবর দিয়েছে আল জাজিরা। জেনেভা থেকে থেকে ইউএনএইচআর’র মুখপাত্র উইলিয়াম পন্ডলার বলেন, গত সপ্তাহে ভূমধ্যসাগরে অনেক ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘প্রথম দুর্ঘটনা ছিল বুধবারে। ওই ঘটনা ব্যাপক প্রচার পেয়েছে। একটি নৌকা ডুবে গেছে। যেটিতে ৬০০ মানুষ ছিল। অনেক মানুষকে এখনও পাওয়া যাচ্ছে না।
এরপর বৃহসপতিবার আরেকটি ঘটেছে। শুক্রবার ঘটেছে তৃতীয় দুর্ঘটনা। আমাদের আশঙ্কা এ তিনটি দুর্ঘটনায় ৭০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ। মনে করা হচ্ছে, এরা ডুবে গেছেন।’ তিনি আরও বলেন, লিবিয়া থেকে ইতালিতে এ মুহূর্তে বহু নৌকা পথে রয়েছে। বেশ কয়েকটি অনুসন্ধান অভিযান চলছে। ছোট নৌকায় করে সমুদ্র পাড়ি দেয়া ঠেকাতে আরও অনেক কিছু করতে হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *