গ্রাম বাংলা ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধভাবে ক্ষমতায় বসে আওয়ামী লীগ দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ঢেলে দিচ্ছে। আর এতে করে জঙ্গিবাদের উত্থান হওয়ার আশংকা রয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. আর এ গনিকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, বিএনপি নয়, আওয়ামী সরকারের শাসন আমলেই বাংলাদেশে জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে ইসলামী মূলবোধে বিশ্বাসী শরীক দলের কোনো টানাপোড়নের প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রত্যেকের রাজনীতি করার অধিকার রয়েছে। সেক্ষেত্রে একজনের বক্তব্যে অন্যের জন্য প্রতিবন্ধতা সৃষ্টি হবে বলে মনে করি না।
জাপানের প্রধানমন্ত্রীর সফর বিষয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি এটাকে ইতিবাচক হিসেবেই নিয়েছে। পত্র-পত্রিকা মাধ্যমে যতটুকু জানতে পেরেছি দুই দেশের বিনিয়োগ সৃষ্টিতে এ সফর অবদান রাখবে। তাই এ সফরকে ভিন্নভাবে দেখার অবকাশ বিএনপির নেই। যদি আলোচনায় বিনিয়োগের পরিবেশ সৃষ্টি ফলপ্রসূ হয় তাহলে নি:সন্দেহে এটা দুই দেশের জন্যই ভালো দিক।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড.আর এ গনি শুক্রবার বিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে বারডেম হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।