‘ভুল আইনে বিচারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

Slider জাতীয়
f_170907_215176
‘ভুল আইনে’ বিচার করায় সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার হাইকোর্ট সংলগ্ন বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘ওই বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ফৌজদারি বা দেওয়ানি অপরাধ হলেও মামলা হবে।’

তিনি বলেন, ‘বিচার বিভাগে কখনও ভুল হবে না- এমন নিশ্চয়তা দেওয়া যায় না। তবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধের চেষ্টা অবশ্যই করতে হবে।’

পনের বছর আগের ধর্ষণের এক ঘটনায় ভুল আইনে বিচার করায় ভোলার চরফ্যাশনের আব্দুল জলিলকে সম্প্রতি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

হাই কোর্টের রায়ে বলা হয়, আসামি নাবালক হওয়ার পরও নিম্ন আদালতের বিচারক শিশু আইনে তার বিচার না করে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন। নিম্ন আদালতের বিচারক এ মামলার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনাও অবহেলা করেছেন। এর দায় থেকে তিনি অব্যাহতি পেতে পারেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *