কান্না না থামানোয় নবজাতককে হত্যা করেছে তার মা আশিয়া মারিয়া পাটিকো। এ অভিযোগে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ওই মাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলেছে, মারিয়া তাদের কাছে স্বীকার করেছেন যে, তার কয়েক দিন বয়সী ছেলে সন্তানকে বুকে চাপ দিয়ে হত্যা করেছেন তিনি। এর কারণ, শিশুটি কান্না বন্ধ করছিল না। ডব্লিউবিটিভি‘কে তিনি বলেছেন, এটা ছিল নিতান্তই একটি দুর্ঘটনা। আমি দুঃখিত। আমি আসলে তাকে হত্যা করতে চাই নি। স্থানীয় পর্যায়ে যেখানে সন্তান জন্ম গ্রহণ করলে রেকর্ড রাখা হয়, সেখানকার রেকর্ড বলছে, মারিয়ার ছেলে টেইলর জন্ম গ্রহণ করে ২০শে মে। এমন একটি শিশুকে শুধু কান্না করার কারণে একজন মা হত্যা করতে পারেন! এ নিয়ে বিস্তর সমালোচনা চলছে।
জবাবে ফেসবুক পোস্টে মারিয়া লিখেছেন, টেইলরের দিনরাত ভালই যাচ্ছিল। আমি তাকে ভীষণ ভালবাসি। তার মতো একটি ছেলের মা হতে পেরে আমি গর্বিত। গত মঙ্গলবার আলেকজান্দার কাউন্টি শেরিফে জরুরি নম্বর ৯১১ থেকে একটি ফোনকল যায়। তাতে বলা টেইলর নামের ওই বাচ্চাটিকে হত্যার কথা জানানো হয়। শেরিফ ক্রিস বোম্যান সেখানে গিয়ে দেখতে পান শিশুটির নাকে, মুখে প্রচ- ক্ষত। প্যারামেডিকরা সেখানেই শিশুটিকে মৃত ঘোষণা করেন। পুলিশ গ্রেপ্তার করে মারিয়াকে। তারা মনে করছে শিশুটিকে হত্যা করা হয়েছে সোমবারই। ওই মায়ের কাছ থেকে শিশুটির লাশ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ওয়েক ফরেস্ট ব্যাপ্টিস্ট হাসপাতালে। সেখানে তার ময়না তদন্ত হওয়ার কথা। এ নিয়ে আদালতে মামলা চলছে। মারিয়াকে আদালতে হাজির করা হলে তাকে ১০ হাজার ডলারের বিনিময়ে জামিন দিয়েছে আদালত। এ মামলার শুনানি হওয়ার কথা আগামী ৬ই জুন।