পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ।
শনিবার দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমন দাবি করেন।
তিনি বলেন, কিছু বিছিন্ন ঘটনা ছাড়া পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে। বিএনপি এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই ইউপি নির্বাচনে অংশ নিয়েছিল।
এ সময় দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আফজাল হোসেন, ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, ড. আবদুস সোবহান গোলাপ, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।
এর আগে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে ধানমণ্ডি কার্যালয়ে বসে পরিস্থিতি মনিটরিং করেন ইউপি নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় নেতারা। সকাল থেকে দিনভর এ মনিটরিং করেন তারা। ভোটগ্রহণ শেষে বিকেলে দলের পক্ষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সেখানে প্রেস ব্রিফিং করা হয়।