১১০ লাশের বিনিময়ে ইউপি নির্বাচনের পাঁচ ধাপ গেল

Slider টপ নিউজ বাধ ভাঙ্গা মত সম্পাদকীয়

file

মোট ৬ ধাপের ইউপি নির্বাচনে ৫ধাপ শেষ হল আজ। আজকে মারা গেলেন ৮জন। এর মধ্যে একজন চেয়ারম্যান ও একজন মেম্বার প্রার্থীও রয়েছেন। বাকী ৬জনের মধ্যে   আছে   শিশু ও ভোটার।

স্থানীয় সরকার নির্বাচনের এই পর্যন্ত মোট  পাঁচ ধাপে খুন হয়েছেন ১১০জন। যারা খুন হয়েছেন, তাদের মধ্যে ভোটার, একাধিক প্রার্থী, ছাত্র, শিশু, দিনমজুর সহ সমাজের নানা শ্রেনী পেশার মানুুষ রয়েছেন। এদর মধ্যে কেউ ভোট দিতে গিয়ে খুন হয়েছেন। কেউ ভোটে দাঁড়িয়ে খুন। কেউ দেখতে গিয়ে খুন। কেউ বা ভোটের সঙ্গে সম্পৃক্ত নন কিন্তু পেটের ক্ষুদা নিবারণ করার জন্য দিনমজুরের কাজ করতে গিয়ে খুন হয়েছেন। ১১০ জনের মধ্যে একাধিক শিশু রয়েছে যারা জানতই না ভোট কি? ভোট দিয়ে কি হয়? ভোট কেন হয়? বা ভোট রাষ্ট্রের মালিকানার অভিমত ব্যক্ত করার মাধ্যম । তবুও তারা খুন হয়েছে আমাদের গনতন্ত্র চর্চার জন্য অনুষ্ঠিত ভোট উৎসবে।

যাই হউক, শেষ হল ৫ম ধাপ। সামনে ৬ষ্ঠ ধাপ। দেখা যাক কি হয়। যদি প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য সঠিক হয় তবে বলতে হবে উৎসবমুখর ভোট আগের চেয়ে ভাল হচ্ছে।  আওয়ামীলীগ বলছে ভোট সুষ্ঠু হচ্ছে। বিএনপি বলছে হয়নি। আসলে ভোট কেমন হচ্ছে ভোটাররা ভাল জানেন।

ড. এ কে এম রিপন আনসারী

এডিটর ইনচীফ

গ্রামবাংলানিউজটোয়েন্টিফোরডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *