আইএসের ভিডিওতে ভারতীয় ছাত্র

Slider টপ নিউজ সারাবিশ্ব

15882_aaa

 

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিয়েছে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক ছাত্রসহ বেশ কয়েকজন ভারতীয়। আইসিস নামেও পরিচিত আইএস। তাদের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে ওই শিক্ষার্থীকে। অনলাইন ডেকান ক্রনিকল আজ শনিবার প্রকাশিত এক রিপোর্টে এমন কথা জানিয়েছে। এতে বলা হয়েছে, ওই শিক্ষার্থী ভারতের অন্ধ্র প্রদেশের। সে ইঞ্জিনিয়ারিং পড়ছিল যুক্তরাষ্ট্রের টেক্সাসে। আইসিস যে ভিডিও প্রকাশ করেছে তাতে তাকে দেখা যায় ভারতের বিরুদ্ধে হুমকি দিতে। এতে বাবরি মসজিদ ধ্বংস ও কাশ্মিরে নৃশংসতার প্রতিশোধ নেয়ার হুমকি রয়েছে। রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের আইসিসে যোগ দিতে তারা উদ্বুদ্ধ করতে সফল হচ্ছে বলে উদ্বেগ দেখা দিয়েছে। এ ছাড়া তারা ভারতীয়দের তাদের দলে ভেড়ানোর ক্ষেত্রে সফল হচ্ছে। গত ৯ই মে আইসিস তাদের এই ভিডিওটি প্রকাশ করেছে। এটি ২২ মিনিটের একটি ভিডিও। এতে ভারতে আইএসের হামলা চালানোর বিষয়ে হুমকি দেয়া হয়। ভিডিওটি নিয়ে এখন ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) তহদন্ত করছে। তাছাড়া আরও তদন্ত করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। বলা হয়েছে, ওই ভিডিওতে শুধু ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ওই ছাত্রকেই দেখানো হয় নি। এ ছাড়া রয়েছে মোহাম্মদ সাজিদ ওরফে বড় সাজিদ, ফারুক আল হিন্দি ওরফে আবু রশিদ। এরা দু’জনেই উত্তর প্রদেশের আজমগড়ের। এ ছাড়া রয়েছে আবু সালহা আল হিন্দি, ফাহাদ শেখ ওরফে আবু আম্মার আল হিন্দি। এরা দু’জন মহারাষ্ট্রের কল্যাণ এলাকার। আরও রয়েছে আমান তানদেল ওরফে আবু সালমান আল হিন্দি এবং শাহিন তানকি। তারা থানের অধিবাসী। শুক্রবার ভারতের মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, আইসিসের প্রচারণামুলক এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *