ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৪টি সোনার বারসহ একজনকে আটক করা হয়েছে।
শনিবার ভোরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান।
আটক আবুল হোসেনের (৩০) বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়েনে।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, কাতারফেরত আবুল হোসেনের সন্দেহজনক আচরণের কারণে তার শরীরে তল্লাশি চালানো হয়। এসময় কোমরে বেল্টের নিচে লুকানো দুটি প্যাকেট থেকে ৮৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ৮৪টি সোনার বারের মূল্য সাড়ে চার কোটি টাকা বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।