ভুমধ্যসাগর থেকে ৪৫ মরদেহ উদ্ধার

Slider সারাবিশ্ব

 

boat20160528080956

 

 

 

 

 

ঢাকা: ভুমধ্যসাগরে ডুবন্ত নৌকা থেকে ১৩৫ জন অভিবাসীকে উদ্ধার এবং সেই সঙ্গে ৪৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইতালিয় নৌবাহিনী।

 

ইতালীয় নৌবাহিনী জানায়, শুক্রবার পাচারকারী দল লিবিয়া এবং ইতালি হয়ে ভুমধ্যসাগর দিয়ে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। লাভের আসায় পাচারকারী দলটি যুদ্ধ ও দারিদ্রতার শিকার অভিবাসীদের নিয়ে সাগর পাড়ি দিচ্ছিলো।

তবে ইতালী নৌবাহিনী প্রায় একশ অভিবাসীকে উদ্ধার করে। অন্যদিকে একদিনে ইতালিয় কোস্ট গার্ডের সমন্বয়ে দুই হাজার অভিবাসীকে উদ্ধার করা হয়।

এ অভিযানে পণ্যবাহী জাহাজ, নৌকা ও পাশাপাশি স্বেচ্ছাসেবকরা সাহায্য করে। সমুদ্র শান্ত থাকায় এ সপ্তাহে পাচারকারীরা এক ডজন ইতালিয়ান নাগরিক পাঠিয়েছে। এর মধ্যে একটি নৌকা ডুবে পাঁচ জনের মতো নিহত হয়েছে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *