ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশী ‘কর্মকর্তা’কে আটক করার দাবি করেছে পুলিশ। অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টাকালে তাদেরকে আটক করা হয় বলে জানায় পুলিশ। এ খবর দিয়েছে বার্তাসংস্থা আইএএনএস। ত্রিপুরার সিপাহিজালা জেলা পুলিশের প্রধান প্রদীপ দে বলেন, ‘আমরা তিন বাংলাদেশী কর্মকর্তাকে আটক করেছি। তাদের বয়স ২৮-৩৮ বছর। সোনামুড়ার অবৈধ পথে ভারতে প্রবেশের দায়ে সোমবার তাদের আটক করা হয়। তাদের কাছে কূটনীতিক পাসপোর্ট রয়েছে।’
তাদেরকে ভারতে প্রবেশে সহায়তার দায়ে এক ভারতীয় যুবককেও আটক করা হয়। প্রদীপ দে বলেন, ‘তাদের এখন সোনামুড়া জেলে রাখা হয়েছে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। অনুপ্রবেশকারীদের সঙ্গে বিশাল লাগেজ পাওয়া গেছে।’
তিনি জানান, ওই বাংলাদেশী কর্মকর্তারা পুলিশকে বলেছেন তারা নয়া দিল্লি হয়ে তুরস্ক যেতে চেয়েছিলেন। পুলিশ তাদের পাসপোর্ট পরীক্ষা করে দেখছে। মার্চে ভারতীয় পুলিশ ৫৮ বাংলাদেশীকে আটক করেছিল। এদের মধ্যে নারী ও শিশুও ছিল। ত্রিপুরাতে অবৈধভাবে প্রবেশের পর দুই ধাপে তাদেরকে আটক করা হয়। প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার সীমান্ত প্রায় ৮৫৬ কিলোমিটার। তবে এর বেশিরভাগই কাঁটাতার দেয়া। বাকিটা নদীপথ ও পর্বতের কারণে দুর্গম।
তাদেরকে ভারতে প্রবেশে সহায়তার দায়ে এক ভারতীয় যুবককেও আটক করা হয়। প্রদীপ দে বলেন, ‘তাদের এখন সোনামুড়া জেলে রাখা হয়েছে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। অনুপ্রবেশকারীদের সঙ্গে বিশাল লাগেজ পাওয়া গেছে।’
তিনি জানান, ওই বাংলাদেশী কর্মকর্তারা পুলিশকে বলেছেন তারা নয়া দিল্লি হয়ে তুরস্ক যেতে চেয়েছিলেন। পুলিশ তাদের পাসপোর্ট পরীক্ষা করে দেখছে। মার্চে ভারতীয় পুলিশ ৫৮ বাংলাদেশীকে আটক করেছিল। এদের মধ্যে নারী ও শিশুও ছিল। ত্রিপুরাতে অবৈধভাবে প্রবেশের পর দুই ধাপে তাদেরকে আটক করা হয়। প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার সীমান্ত প্রায় ৮৫৬ কিলোমিটার। তবে এর বেশিরভাগই কাঁটাতার দেয়া। বাকিটা নদীপথ ও পর্বতের কারণে দুর্গম।