শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে ২৭মে শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে অন্যন্যা আক্তার(১২) নামে এক স্কুল ছাত্রী গলায় উঁরনা পেঁচিয়ে আত্মহত্যা করে।
ওই গ্রামের মৃত তাইজুদ্দীনের মেয়ে অন্যন্যা আক্তার। সে পার্শবর্তী উপজেলার ঝামপাজা ুচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
অন্যন্যার কাকী জানান, সকাল পৌনে ১০টার দিকে হটাৎ অন্যন্যা তার দাদীর ঘরে ঢুকে খিল দেয়। পরে দরজা বেঙে অন্যন্যাকে ঘরের আড়ারের সাথে উঁরনা পেঁচিয়ে থাকতে দেখা গেলে তারাতারি করে তাকে নামানো হয়।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) আমিনুর ইসলাম জানান, আত্মহত্যার ঘটনাটি শুনে আমরা এসে দেখি লাশ নামিয়েছে গ্রামবাসী। বাদী না থাকায় লাশ দাফনের অনুমোতি চেয়ে স্থানীয় প্রতিনিধি ও গ্রামবাসীরা অনুরোধ করে।
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল জানান, ঘটনাটির কোন বাদী না থাকায় লাশ ময়না তদন্ত ছারা দাফনের অনুমোতি দেওয়া হয়েছে। কিন্তু একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।