গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় বাস উল্টে অজ্ঞাতনামা এক যুবক (২৬) নিহত হয়েছেন। এসময় আহত হন আরো পাঁচজন।তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে চন্দ্রা নবীনগর মহাসড়কের কবিরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ খান জানান, মহাসড়কের কবিরপুর এলাকায় নবীনগরগামী কেপি পরিবহনের একটি বাস ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। তার নাম পরিচয় জানা যায়নি। নিহতের পরনে কালো প্যান্ট ও ছাই রঙের গেঞ্জি ছিল।