সাতকানিয়ায় ৪০ রাউন্ড গুলিসহ আটক ৩

Slider জাতীয়

2016_02_01_13_01_02_4Tqtj8VgSrkdx5SLzkANxe8r01az8G_original

 

 

 

 

চট্টগ্রাম : সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়ন থেকে ৪০ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

বিষয়টি  নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার। তবে আগামীকাল সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

আটককৃতরা হলেন- চকরিয়ার বিএম চর এলাকার বাসিন্দা রাসেল প্রকাশ ডাকাত ইদ্রিস ও আবদুল করিম, সাতকানিয়ার চরখাগরিয়া এলাকার মোকতার মিয়া।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় খাগরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *