ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চরআলগী ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী দুলাল উদ্দিন আকন্দকে বৃহস্পতিবার দুপুরে কুপিয়ে জখম করেছে নৌকা প্রতীকের প্রার্থী মাছুদুজ্জামানের সমর্থকেরা। পরে তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় বিদ্রোহী প্রার্থীর সাথে থাকা তিন কর্মী ফরিদ, মুনসুর ও আব্দুল হাসেমকে পিটিয়ে আহত করে নৌকার সমর্থকেরা। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রণসাজে সজ্জিত হলে গফরগাঁও সার্কেলের সিনিয়র এএসপি সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় পুলিশ আউয়াল নামে নৌকার এক সমর্থককে আটক করে।
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের ডিসি ও এসপি উপজেলা শিল্পকলা একাডেমিতে চেয়ারম্যান প্রার্থীদের সাথে মত বিনিময়ের জন্য আমন্ত্রণ করেন। এ অনুষ্ঠানে আসার পথে ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত সালটিয়া-দেওয়ানগঞ্জ সেতুর কাছে আসা মাত্র অতর্কিতে হামলা চালিয়ে বিদ্রোহী প্রার্থী দুলাল উদ্দিন আকন্দকে কুপিয়ে আহত করে।
গফরগাঁও থানার ওসি তোফাজ্জেল হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি সম্পন্ন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের ডিসি ও এসপি উপজেলা শিল্পকলা একাডেমিতে চেয়ারম্যান প্রার্থীদের সাথে মত বিনিময়ের জন্য আমন্ত্রণ করেন। এ অনুষ্ঠানে আসার পথে ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত সালটিয়া-দেওয়ানগঞ্জ সেতুর কাছে আসা মাত্র অতর্কিতে হামলা চালিয়ে বিদ্রোহী প্রার্থী দুলাল উদ্দিন আকন্দকে কুপিয়ে আহত করে।
গফরগাঁও থানার ওসি তোফাজ্জেল হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি সম্পন্ন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।