গফরগাঁওয়ে আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে জখম

Slider জাতীয়

U.p-150x150

 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চরআলগী ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী দুলাল উদ্দিন আকন্দকে বৃহস্পতিবার দুপুরে কুপিয়ে জখম করেছে নৌকা প্রতীকের প্রার্থী মাছুদুজ্জামানের সমর্থকেরা। পরে তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় বিদ্রোহী প্রার্থীর সাথে থাকা তিন কর্মী ফরিদ, মুনসুর ও আব্দুল হাসেমকে পিটিয়ে আহত করে নৌকার সমর্থকেরা। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রণসাজে সজ্জিত হলে গফরগাঁও সার্কেলের সিনিয়র এএসপি সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় পুলিশ আউয়াল নামে নৌকার এক সমর্থককে আটক করে।
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের ডিসি ও এসপি উপজেলা শিল্পকলা একাডেমিতে চেয়ারম্যান প্রার্থীদের সাথে মত বিনিময়ের জন্য আমন্ত্রণ করেন। এ অনুষ্ঠানে আসার পথে ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত সালটিয়া-দেওয়ানগঞ্জ সেতুর কাছে আসা মাত্র অতর্কিতে হামলা চালিয়ে বিদ্রোহী প্রার্থী দুলাল উদ্দিন আকন্দকে কুপিয়ে আহত করে।
গফরগাঁও থানার ওসি তোফাজ্জেল হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি সম্পন্ন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *