‘রাজনৈতিক দ্বন্দ্ব ও সহিংসতার প্রেক্ষিতে বহু বাংলাদেশি বৃটেনে আশ্রয় চাইতে পারেন’

Slider সারাবিশ্ব

15600_Abul-10

 

রাজনৈতিক দ্বন্দ্ব ও সহিংসতা বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশ থেকে বহু মানুষ বৃটেনে আশ্রয় চাইতে পারেন। এমন আশঙ্কা করছেন বৃটিশ একজন এমপি সিমন ড্যানচুক। তিনি মনে করেন, বাংলাদেশ ক্রশম বিশৃংখল পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। এশিয়ার এ দেশটিতে সংখ্যালঘুদের ওপর চাপাতি ও ছুরিকাঘাতে হত্যাকা-ের ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন এক্সপ্রেস পত্রিকা। এতে বলা হয়, সিমন ড্যানচুক বলেছেন, যদি একটি গৃহযুদ্ধ বেঁধে যায় তাহলে প্রচুর পরিমাণ আশ্রয়প্রার্থী বৃটেনে আসার চেষ্টা করবে। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, বৃটেনে বসবাস করছেন সাড়ে চার লাখ বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক। রোচডালি থেকে নির্বাচিত এমপি সিমন ড্যানচুক। তিনি বলেন, আমাদের এখানে অভিবাসন সমস্যা কী আকার ধারণ করতে পারে সে বিষয়টি এড়িয়ে চলা উচিত নয়। এরই মধ্যে এখানে অনেক বাংলাদেশি রয়েছেন। বাংলাদেশে জনসংখ্যা এখন ১৬ কোটির ওপরে। যদি সেখানে একটি গৃহযুদ্ধ শুরু হয় তাহলে বিপুল সংখ্যক মানুষ আমাদের এই দেশে ছুটে আসবে। তার ভাষ্য, বাংলাদেশে যেহেতু সুশীল সমাজকে সঙ্কুচিত করা হয়েছে, তাদের সেই স্থানটি পূরণ করেছে উগ্রপন্থিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *