জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে জাপানের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল সোয়া ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বিমানবন্দরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তিন বাহিনীর প্রধান এবং পুলিশের মহাপরিদর্শক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী। চার দিনের সফরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ছাড়াও বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। রোববার সন্ধ্যায় টোকিও থেকে ঢাকার পথে রওনা হবেন প্রধানমন্ত্রী।