রাঙামাটিতে হরতাল চলছে

Slider জাতীয়
index_214535
পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারে প্রধানমন্ত্রীর ঘোষণা ও ২০০১ সালের ভূমি আইন পুনর্বিবেচনার প্রতিবাদে পার্বত্য নাগররিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকে রাঙামাটিতে শনিবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

হরতালে সকাল থেকে রাঙামাটি শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের অধিকাংশ দোকাপাট বন্ধ রয়েছে।

শহরের রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে কোন যাত্রীবাহী লঞ্চ উপজেলা সদরের উদ্দেশ্য ছেড়ে যায়নি। হরতালকারীদের শহরের বনরুপাসহ কয়েকটি স্থানে পিকেটিং করতে দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল রশিদ জানিয়েছেন, হরতালের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। কোথাও কোন প্রকার বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *