কুয়েতি পরিবারগুলোতে কাজ করার জন্য প্রায় ২০ হাজার বাংলাদেশি কর্মী নেবে কুয়েত।
কুয়েতের দৈনিক আল-শাহেদের বরাত দিয়ে আরব টাইমস অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কুয়েতি পরিবারগুলোতে গৃহকর্মী হিসেবে কাজ করার জন্য প্রায় ২০ হাজার বাংলাদেশির জন্য কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) ইস্যু করা হয়েছে।
গৃহকর্মী হিসেবে বাংলাদেশিদের নিয়োগ দেওয়ার যাবে— কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন ঘোষণার দেওয়ার পর ওয়ার্ক পারমিট ইস্যুর এ খবর এলো।
এর আগে বাংলাদেশি গৃহকর্মী নিয়োগে অনুমতি প্রদানের সিদ্ধান্তটি কুয়েতের আবাসনবিষয়ক সাধারণ বিভাগ থেকে দেশটির সংশ্লিষ্ট অভিবাসন কার্যালয়গুলোকে জানানো হয় এবং ওয়ার্ক পারমিট ইস্যু করতে বলা হয়।