বুধবার বিকেলে মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সিট ক্রসিং লিমিটেডে এ ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন, মাসুদুর রহমান, মোতালেব, ফয়সাল, রানা, হুমায়ূন কবির, মাহবুব ও আবদুল হাই।
প্রত্যক্ষদর্শী শ্রমিক ও পুলিশ জানায়, উপজেলার মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সিট ক্রসিং নামের সয়াবিন তেল কারখানায় শ্রমিকরা কাজ করছিল। হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে একটি মেশিনে বিস্ফোরণ ঘটে। এতে আগুনের ফুলকিতে সাত শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিষ্ঠানের সহকারী প্রডাকশন ম্যানেজার হিজাবুল নকিব জানান, দগ্ধদের মধ্যে ফয়সালের অবস্থা আশঙ্কাজনক।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ‘মেঘনা গ্রুপের সিট ক্রসিং নামের একটি সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণ কারখানার মেশিনে বিস্ফোরণ ঘটে। এতে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।’