স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: একটি দ্রুত বিচার মামলায় গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ এরশাদের দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহসপতিবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মনোয়ারা বেগম শুনানী শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে মাসুদ এরশাদের মুক্তির দাবিতে ছাত্রলীগ প্রতিবাদ সভা, মানববন্ধন, মিছিল ও সমাবেশ সহ নানা কমর্সুচি পালন করছে।
প্রসঙ্গত: সোমবার কালিয়াকৈরের মৌচাকে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে বুধবার সন্ধ্যায় সেলিম মিয়া নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় পুলিশ গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ এরশাদকে আটক করে। অতঃপর দ্রুত বিচার আইনে একটি মামলায় এজাহারভূক্ত করে মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে পাঠায় পুলিশ। আদালতের নির্দেশে বৃহসপতিবার রিমান্ড শুনানী হওয়ার পর আদালত দুই দিনের রিমান্ড দেয়।