ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিদ্রোহী প্রার্থীর সমর্থক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ এবং গুলির ঘটনা ঘটেছে। এ সময় ১০ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সদর থানার ওসি ইউনুচ আলী গণমাধ্যমকে জানান, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রিপন পাটোয়ারী ও স্বতন্ত্র প্রার্থী মহসীনা হকের সমর্থকদের মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। এর জের ধরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত দশজন আহত হন। এদের মধ্যে শফিকুল দেওয়ান (৪০), শাহজাহান ব্যাপারী (৪১), পাভেল দেওয়ান (৪০), শুক্কুর (৩৫), সজিব (২৮) বাশার দেওয়ান (২৭) নামের ছয়জন গুলিবিদ্ধ হয়েছে। ওসি বলেন, শফিকুল দেওয়ান ও শুক্কুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই বিভাগের সর্বাধিক পঠিত