জ্যেষ্ঠ সাংবাদকি শফিক রেহমানের জন্য কারাগারে কনস্যুলার সুবিধা চেয়েছে ব্রিটেন। পররাষ্টমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে এক চিঠির মাধ্যমে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ অনুরোধ জানিয়েছেন। ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশিনের কর্মকর্তারা শফিক রেহমানের সঙ্গে দেখা করে তাকে প্রয়োজনীয় আইনি সহায়তা দিতে চান বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। ঢাকায় নিযুক্ত বিট্রিশ হাই কমিশনার এলিসন ব্লাক মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে ওই চিঠি এবং শফিক রেহমানের কনস্যুলার পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সুত্র জানিয়েছে শফিক রেহমানের দ্বৈত নাগরিকত্ব থাকায় এবিষয়ে সরকারের তরফে এখনও কোন সিদ্ধান্ত দেয়া হয়নি।