গাইবান্ধায় অপহরণ মামলায় ২ আসামির ১৪ বছর কারাদণ্ড

Slider বাংলার আদালত

court-verdict_206604

 

 

 

 

 

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হাছিনা খাতুন নামে এক কিশোরীকে অপহরণের মামলায় দুই আসামিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার (২৪ মে) বিকেলে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক রতেস্বর ভট্টাচার্য এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত হলো- সুন্দরগঞ্জ উপজেলার বামনজল গ্রামের তারা গনির ছেলে জাহাঙ্গীর আলম ও পাঁচগাছি গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে আব্দুল ওরফে আব্দুর রউফ।

এ মামলার অপর তিন আসামি আল-আমিন, মোজাহারুল ও শফিউল ইসলাম নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন। অপহৃত হাছিনা খাতুন একই উপজেলার নয়া মিয়ার মেয়ে।

উল্লেখ্য, ২০০২ সালের ২৮ অক্টোবর বেলা ১১টায় সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর পিএন উচ্চ বিদ্যালয় থেকে ওই স্কুলের ছাত্রী নাছিমা খাতুনকে কৌশলে অপহরণ করে। পরে গ্রামবাসির সহায়তায় অপহরণকারী জাহাঙ্গীর আলমের কাছ থেকে হাছিনা খাতুনকে উদ্ধার করে। এব্যাপারে সুন্দরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *