তনুর দ্বিতীয় ময়নাতদন্তকারীকে হত্যার হুমকি

Slider জাতীয়

 

2016_03_29_11_00_49_aI3TKufi75occtXgMBsy8xOsszLuay_original

 

 

 

 

কুমিল্লা: নিহত সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্তকারীকে চিকিৎসককে হত্যার হুমকি দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে বেনামে একটি চিঠিতে ওই চিকিৎসক এ হুমকি পান।

ময়নাতদন্তকারী চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কামদা প্রসাদ সাহা  এ কথা জানান।

তিনি জানান, সকাল ১০টায় তিনি তার অফিসে গিয়ে তার ঠিকানা লেখা একটি চিঠি পান। তবে সেখানে প্রেরকের নাম নেই। চিঠিতে প্রেরকের নির্দেশ মতো ময়নাতদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তা না হলে তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে।

উল্লেখ্য, তনুর প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যা বা ধর্ষণের কোনো আলামত পাওয়া না যাওয়ার পর ময়নাতদন্তকারী চিকিৎসকের বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক সমালোচনা হয়। এরপর ফের কবর থেকে তনুর মরদেহ তুলে নমুনা সংগ্রহ করা হয়।

ডিএনএ প্রতিবেদনে তনুকে ধর্ষণের পর হত্যার প্রমাণ পাওয়া গেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এই দ্বিতীয় ময়নাতদন্তেও তেমন প্রমাণ মিলেছে বলে উর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন। তবে প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি।

ময়নাতদন্তকারী চিকিৎসক কামদা প্রসাদ সাহা বলছেন, ডিএনএ প্রতিবেদন আসার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *