গাজীপুরের টঙ্গীতে বাড়ি থেকে ডেকে নিয়ে কুতুব আলী (৩৫) নামে পুলিশের এক সোর্সকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ভোর সাড়ে ৬টার দিকে টঙ্গীর আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। কুতুব আলী আমতলী এলাকার মজিদ মিয়ার ভাটাটিয়া ছিলেন। তার বাবার নাম হাবিবুর রহমান। টঙ্গী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ভোরে বাড়ি থেকে ডেকে এনে কুতুব আলীকে কুপিয়ে এবং তার হাত ও পায়ের রগ কেটে হত্যা করে দুর্বৃত্তরা।স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যার কারণ অনুসন্ধান ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।