আদালতের বাইরে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

67960_2-1
গ্রাম বাংলা ডেস্ক: বকশীবাজারে বিএনপি নেতাকর্মীদের সাথে গতকাল পুলিশের সংঘর্ষ বাধে। তখন যাকে সামনে পেয়েছে তাকেই বেধড়ক পেটায় পুলিশ : নয়া দিগন্ত
রাজধানীর বকশিবাজারে অস্থায়ী বিশেষ আদালতের বাইরে গতকাল পুলিশের সাথে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ গুলি ও টিয়ারশেল ছুড়ে বিএনপির নেতাকর্মীদের আদালত এলাকা থেকে সরিয়ে দিতে চাইলে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
জিয়ার অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গতকাল আদালতে হাজিরা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরান ঢাকার বকশিবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে মামলা দু’টির বিচার চলছে। বেগম জিয়ার আসার খবরে বকশিবাজার এলাকায় গতকাল সকাল থেকেই জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এতে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
বেলা ১টা ১০ মিনিটের দিকে বেগম জিয়া আদালতে পৌঁছান। তাকে স্বাগত জানাতে রাস্তায় অবস্থান নেয়া হাজার হাজার নেতাকর্মী স্লোগান দিতে থাকেন। তখন পুলিশ তাদের বাধা দেয়। নেতাকর্মীরা তাদের অবস্থানে অনড় থাকলে পুলিশের সাথে তাদের হাতাহাতি হয়। পরে পলাশী ও চানখাঁরপুলের দিকে ভাগ হয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশকে ল্য করে ইটপাটকেল নিপে করেন। পুলিশও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সংঘর্ষ চলাকালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টাধাওয়ার সময় একটি নির্মাণাধীন বহুতল ভবনের ওপর থেকে একজন পুলিশ সদস্যকে গুলি ছুড়তে দেখা যায়।
এ ঘটনার জের ধরে পুলিশ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। তারা হলেন বিএনপির কর্মী ফরিদ উদ্দিন ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সানি। স্থানীয় একজন দোকানদার জানিয়েছেন, সানি কোনো রাজনৈতিক দলের লোক নয়। পুলিশ তাকে সন্দেহজনকভাবে আটক করে থানায় নিয়ে যায়।
প্রত্যদর্শীরা জানান, খালেদা জিয়া আদালত চত্বরে প্রবেশের পর সেখানে নেতাকর্মীরা প্রবেশ করতে চাইলে পুলিশের সাথে বিতণ্ডা হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় পুলিশের সাঁজোয়া যানও রাস্তায় টহল দেয়। সংঘর্ষে একজন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আদালত এলাকায় সকাল থেকে আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *