আ.লীগ প্রার্থীর সমর্থক বলে কথা!

Slider রাজনীতি

 

 

2016_05_24_03_16_52_t181Fn90BXQlabBdWP3aeCr0WgxlGi_original

 

 

 

 

 

নারায়ণগঞ্জ : সোনারগাঁওয়ের সনমান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ হাসান জিন্নার সমর্থকরা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই করে নিয়ে গেছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে তারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বাড়িতে হামলা চালায়।

এ ঘটনায় সোনারগাঁও থানার দারোগাসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছে।  হামলার সময় পুলিশ ৮ রাউন্ড গুলি ছোড়ে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়।

এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা সনমান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সাহাবুদ্দিন সাবুর সমর্থক আজিজুল হক মুকুলের বাড়িতে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ হাসান জিন্নার সমর্থকরা জেলা পরিষদের কর্মচারী গোলজারের নেতৃত্বে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এসময় মুকুলের বাবা মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ ও মা নুরজাহানসহ ১০ জনকে পিটিয়ে আহত করে তারা।

এ ঘটনায় আজিজুল হক মুকুল বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। পরে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) এলাহী ইমানের কান্দি ওই বাড়িতে তদন্তে যান। তদন্ত শেষে থানায় ফেরার পথে অপর মামলার আসামি মোখলেসকে আটক করে থানায় নিয়ে আসছিলেন। পথে নাজিরপুর স্কুলের সামনে গোলজারের নেতৃত্বে শতাধিক লোকজন পুলিশের গাড়িতে হামলা চালিয়ে মোখলেসকে ছিনিয়ে নেয়। এসময় সোনারগাঁ থানার এসআই এলাহী, কনস্টেবল আকরাম, আরিফ, অলিউল্লাহ ও হায়াত আলীসহ ৭ পুলিশকে পিটিয়ে আহত করে। পুলিশ আত্মরক্ষায় ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

খবর পেয়ে সোনারগাঁও থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদেরের নেতৃত্বে অর্ধশতাধিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল মতিন, মহিউদ্দিন, আলেক মিয়া, জামাল, মুজিবুর রহমান, আনিছুর রহমান, কমরউদ্দিন, মামুনুল ইসলাম, আনিছুর রহমান, রাব্বিজুল নামের ১১ জনকে আটক করে নিয়ে যায়। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের উপর হামলার ঘটনা সত্যতা স্বীকার করে সোনারগাঁ থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের বলেন, দারোগাসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ আত্মরক্ষার জন্য ৮ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিন্নাহর সমর্থক ১১ জনকে আটক করা হয়েছে। থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *