ফেনী: বিধবা ধর্ষণের মামলায় জেলার দাগনভূইয়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন ও রাইটার আব্দুল মান্নানকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৩ মে) দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাইরুন নেছার আদালতে তাদের হাজির করলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফেনী কোর্ট পরিদর্শক আরিফ ইকবাল।
প্রসঙ্গত, রোববার (২২ মে) রাজাপুর ইউনিয়নের ওই নারী থানায় নালিশ দিতে গিয়ে দাগনভূইয়া থানার এএসআই দেলোয়ার ও রাইটার আব্দুল মান্নানের ধর্ষণের শিকার হন বলে মামলার এজহারে উল্লেখ করেন ওই বিধবা নারী। তদন্তে ধর্ষণের আলামত পাওয়ায় দেলোয়ার ও মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ।