ভবন মালিকের গাফিলতিতে প্রাণ গেলো নির্মান শ্রমিকের

Slider জাতীয়

mail.google.com

 

 

 

 

রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় অপরিকল্পিত ভবন নির্মাণে প্রাণ গেলো শ্রমিক মফিজ উদ্দিনের।

উপজেলার পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার শ্রীপুর মাওনা পাকা সড়কের উত্তর পাশে রতন মাস্টার গড়ে তোলছেন অপরিকল্পিত ভবন। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ একটি শক্তিশালী শিল্প লাইন ওই ভবনের উপর দিয়ে নেওয়া হয়েছে দীর্ঘ দিন আগে। প্রথম তলার অনুমতি থাকায় একতলা ভবন নির্মান করেন ভবন মালিক। এর কিছু দিন পর স্থানীয় প্রাসাশন ও পল্লী বিদ্যুৎ র্কতৃপক্ষ যোগ সাজেসে দ্বীতল বিশিষ্ট অবৈধ ভবনের নির্মান কাজ শুরু করে।

সরেজমিনে দেখা যায়, দ্বীতল ভবন থেকে বৈদ্যুতিক লাইনের সার্ভিস তার ভবনের ছাউনিতে লেগে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়,ওই ভবনে নির্মান কাজ চলাকালীন সময় ২৩মে সোমবার দুপুর পৌনে ২টার দিকে ওই নির্মান শ্রমিক শিল্প লাইনের শক্তিশালী শিল্প সার্ভিস লাইনে শক খেয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। নিহত নির্মান শ্রমিক উপজেলার বরমী ইউপির বরকুল গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে।

ভবনের মালিকের সাথে মোটোফোনে একাধিক বার যোগযোগ করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাওনা জোনাল অফিসে বার বার ফোন দিলেও কোন সারা পাওয়া যায়নি।

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *