সিরিজ হামলায় কাপলো সিরিয়ার লাটাকিয়া প্রদেশ। লাটাকিয়ার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি গাড়ি বোমা ও আত্মঘাতী হামলায় প্রাণহানি হয়েছে শতাধিক। হামলাগুলোর দায় স্বীকার করেছে আইএস। প্রদেশটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শক্ত ঘাটি বলে পরিচিত। বৃটেন ভিত্তিক সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা। সিরিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলের খবরে মৃতের সংখ্যা বলা হচ্ছে ৬৫। অবজারভেটরি জানিয়েছে, লাটাকিয়া প্রদেশের উপকূলীয় তারতাস ও জাবলে শহরের বিভিন্ন বাস স্টেশন, হাসপাতাল ও বিভিন্ন স্থানে একইসঙ্গে গাড়ি বোমা ও আত্মঘাতী হামলা চালানো হয়। এসব হামলায় সেখানকার সরকারী প্রতিরক্ষা ব্যবস্থা তছনছ হয়ে গেছে। সিরিয়ার সরকার পরিচালিত ইখবারিয়া সংবাদ চ্যানেলে প্রচারিত ফুটেছে কয়েকটি ছিন্নবিচ্ছিন্ন গাড়ি ও মিনিভ্যান দেখা যায়। দামেস্কপন্থী সোশাল মিডিয়া ব্যবহারকারীদের কাছ থেকে প্রচারিত বিভিন্ন ছবিতে দেখা গেছে যত্রতত্র পড়ে আছে মানুষের মৃতদেহের ছিন্নবিচ্ছিন্ন অংশ। অবজারভেটরি বলছে, জাবলে শহরে কমপক্ষে ৫৩ জন এবং তারতাস শহরে ৪৮ জনের প্রাণহানি হয়েছে। তারতাসে কমপক্ষে ৩ টি বিস্ফোরণ ও জাবলেতে ৪ টি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আইএস তাদের নিজস্ব গণমাধ্যম আমাকে হামলাগুলোর দায় স্বীকার করেছে।