ভারত-বাংলাদেশ সীমান্তে গরু চালান বন্ধে বিএসএফ যে ব্যবস্থা নিয়েছে তাকে অভিনন্দিত করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। গত শুক্রবার দিল্লির বিজ্ঞান ভবনে বিএসএফের এক অনুষ্ঠানে রাজনাথ সিং বলেছেন, সীমান্ত দিয়ে চোরাচালান বিএসএফ অনেক কমিয়ে এনেছে। এজন্য বিএসএফকে প্রশংসা করার পাশাপাশি আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনাথ এদিন বলেছেন, সীমান্ত দিয়ে গরু চোরাচালান চলছে বহুদিন ধরে। তবে চোরাচালানের সেই সংখ্যাটা বিএসএফ ২৩ লাখ থেকে ৩-৩.৫ লাখে কমিয়ে নিয়ে আসার জন্য অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেছেন, পুরোপুরি গরু চালান বন্ধ না হওয়া পর্যন্ত নজরদারি চালিয়ে যেতে হবে। বিজেপির ক্ষমতায় আসার পরই বাংলাদেশে সীমান্ত দিযে যে গরু চালান হয় তা বন্ধ করার জন্য বিএসএফকে নির্দেশ দিয়েছিল। রাজনাথ সিং নিজেই জানিয়েছেন, সীমান্ত দিয়ে গরু চালান বন্ধে তিনি রাজ্য সরকারগুলিকেও চিঠি দিয়েছেন।
এদিকে ভারতের সড়ক সীমান্ত যাতে সুরক্ষিত ও নিরাপদ থাকে সেজন্য জাতীয় পর্যায়ে একটি থিঙ্কট্যাঙ্ক গঠন করা হচ্ছে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। তিনি তার ভাষণে সীমান্ত পরিচালন ব্যবস্থার ক্ষেত্রে বর্তমান পরিস্থিতির বিচারে বেশ কিছু পরিবর্তনের প্রযোজনীয়তার কথা বলেছেন। নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি সকলকে সতর্ক থাকতে বলেছেন। তিনি বলেছেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ৫০ শতাংশ কমে এসেছে।