জয়ললিতার শপথ আজ

Slider সারাবিশ্ব

15154_jayalalitha

 

 

 

 

 

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন জে. জয়ললিতা। একই সঙ্গে শপথ নেবেন তার ২৮ জন মন্ত্রী। এর মধ্যে ১৩ জন রয়েছেন নতুন মুখ। স্থানীয় সময় দুপুরে এই শপথ হওয়ার কথা। এর মধ্য দিয়ে জয়ললিতা তামিলনাড়ুর ৬ বারের মুখ্যমন্ত্রী হবেন। এ অনুষ্ঠানে তার রাজনৈতিক প্রতিপক্ষ ডিএমকে’র নেতা এমকে স্টালিন উপস্থিত থাকার সম্ভবনা রয়েছে। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলেছে, জয়ললিতার এই শপথ হওয়ার কথা রয়েছে চেন্নাইয়ে অবস্থিত মাদ্রাজ ইউনিভার্সিটি সেনটেনারি অডিটরিয়ামে। গত সপ্তাহে নির্বাচনে জয়ললিতা পুনরায় নির্বাচিত হন। সাম্প্রতিক সময়ে জলললিতা যখন দুর্নীতির অভিযোগে জেলে ছিলেন সেই সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ও. পানিরসেলভাম। তিনি জয়ললিতার অত্যন্ত ঘনিষ্ঠ। অনুষ্ঠানে তারও উপস্থিত থাকার কথা। জয়ললিতার নতুন মন্ত্রীসভায় তিনি পাচ্ছেন অর্থমন্ত্রীর দায়িত্ব। অন্যদিকে ৬৮ বছর জয়ললিতা পুলিশ, স্বরাষ্ট্র ও জনপ্রশাসনের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব রাখবেন নিজের হাতে। ওদিকে ৯৩ বছর বয়সী এম করুণানিধি আজকের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *