থাইল্যান্ডে ডরমেটরিতে আগুন, ১৭ ছাত্রী নিহত

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা

15145_int

 

থাইল্যান্ডে একটি স্কুলের ডরমেটরিতে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ ছাত্রী পুড়ে মারা গেছে। পুলিশ বলেছে, ৫ থেকে ১৩ বছর বয়সের ছাত্রীরা যখন ওই ডরমেটরিতে রোববার রাতে গভীর ঘুমে আচ্ছন্ন তখনই অগ্নিকাণ্ড হয়। স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলেছেন, উত্তরাঞ্চলীয় পিথাক্কিয়ার্ট উথাইয়া স্কুলের ওই ডরমেটরিতে কমপক্ষে ৩৮ জন ছাত্রী থাকতো। অগ্নিকাণ্ডের পর দু’জন ছাত্রী নিখোঁজ রয়েছে। মারাত্মক আহত হয়েছে ৫ জন। পুলিশ কর্মকর্তা কর্নেল প্রায়াদ সিঙ্গসিন বলেছেন, কি কারণে অগ্নিকাণ্ড হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে। স্থানীয় মিডিয়ায় দেখানো হচ্ছে চিয়াং রাইয়ে অবস্থিত ওই ডরমেটরিটি একটি দ্বিতল ভবন। আগুন গ্রাস করেছে তা। অগ্নিনির্বাপকরা তা নিয়ন্ত্রণে চেষ্টা করছেন। চিয়াং রাইয়ের ডেপুটি গভর্নর আরকোম সুকাপান বলেছেন, ডরমেটরির কিছু ছাত্রী তখনও ঘুমায় নি। তারাই বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। কিন্তু বাকিরা ছিল গভীর ঘুমে। তাদের পক্ষে বেরিয়ে আসা সম্ভব হয় নি। তাই নিহতের সংখ্যা এত বেশি। স্থানীয় দ্য নেশন পত্রিকা বলেছে, নিহতদের মৃতদেহ পাঠানো হয়েছে স্থানীয একটি হাসপাতালে। সেখানে তাদের পরিচয় সনাক্ত করার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *