শারমিন সরকার
ব্যুারো চীফ
শ্রীপুর অফিস : রাজধানী ঢাকার তেজগাঁও থেকে অপহরনের পর গাজীপুরের শ্রীপুর রেলস্টেশন থেকে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
আবু সোহাব রিফাত (৬) নামে শিশুটি তেজগাঁও কুনিপাড়া এলাকার সৌদি প্রবাসী আব্দুর রহমানের ছেলে।
বুধবার রাত ৯টার দিকে শ্রীপুর থানা পুলিশ সাংবাদিকদের ঘটনা জানিয়ে বলেন, সন্ধ্যার পর এলাকাবাসীর সহায়তায় পুলিশ শ্রীপুর স্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করে। এসময় অপহরণকারী তেজগাঁও বেগুনবাড়ী বস্তির বাসিন্দা মন্টু মিয়ার ছেলে শাহ আলম কে আটক করেছে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহসীনুল কাদিও জানান, উদ্বারকৃত শিশুর বড় ভাই রাব্বীর সহপাঠী সাব্বির বুধবার বেলা ১১টার দিকে তাকে বাসার সামনে থেকে অপহরণ করে। রিফাতের বড় ভাই রাব্বী দুর্ঘটনায় আহত হয়েছেন বলে তাকে বাসার সামনে থেকে নিয়ে যায়। পরে শিশু রিফাতকে অচেতন করে ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার এক্সপ্রেসে ট্রেন যোগে ময়মনসিংহের দিকে যাওয়ার পথে জয়দেবপুর জংশন অতিক্রম করার পর শিশু রিফাত জ্ঞান ফিরে পায়।
তখন সে তার বাবা মায়ের কাছে যাওয়ার কথা বলে। এতে ট্রেনের যাত্রীরা সন্দেহ করে অপহরণকারী শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করে। এসময় শ্রীপুর রেলস্টেশনে পৌঁছলে অপহরণকারী ট্রেন থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে যাত্রী ও এলাকাবাসী শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে শ্রীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশ জানায়, এ ব্যাপারে শিশুটির মা হালিমা খাতুন তেজগাঁও থানায় মামলা রুজু করেছেন। শিশুর পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। তাদের কাছে শিশুটিকে তুলে দেওয়া হবে।